চুয়াডাঙ্গার সাতগাড়িতে পরিবারের সামনেই পানিতে ডুবে মারা গেলেন বৃদ্ধ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকায় গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ ইসলাম ওরফে ইলহাম (৭০) নামে এক বৃদ্ধের করুন মৃত্যু হয়েছে। মুমুর্ষ অবস্থায় পুকুর থেকে বৃদ্ধকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে পৌর এলাকার সাতগাড়ি গ্রামের পুরাতনপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ মোহাম্মদ ইসলাম ওরফে ইলহাম ওই এলাকার মৃত আহমদ ম-লের ছেলে। নিহত বৃদ্ধের ছেলে নান্টু বলেন, প্রতিদিনের ন্যায় গতকালও আমার স্ত্রী ও ছেলে-মেয়েদের সাথে বাড়ির পাশে মুকুলের পুকুরে গোসল করতে যান আমার বাবা। এসময় পানিতে ডুব দিয়ে আমার ছেলেদের সাথে গোসল করছিলেন। অনেকক্ষন হলেও পানি থেকে না উঠলে বিষয়টি সন্দেহ হয় আমাদের। পরে তাকে পানি থেকে টেনে তোলা হয় এবং তার মুখ থেকে রক্ত বের হতে দেখা যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার আগেই আমার বাবা মৃত্যুর কোলে ঢোলে পড়েন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর মোহাম্মদ ইসলাম ওরসে ইলহামকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে পানিতে ডুবেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি। হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। এদিকে গতকাল বাদ ইশার পর মরদেহ জানাজা শেষে সাতগাড়ি হিজলাপাড়া কবরস্থানে শায়িত করা হয়েছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment