চুয়াডাঙ্গার হিজলগাড়ী থেকে মোটরসাইকেলে করে স্কুলছাত্র অপহরণের চেষ্টা : 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ী বাজার থেকে মোটরসাইকেলে করে ৮ম শ্রেণির এক ছাত্রকে অপহরণের অপচেষ্টা চালানো হয়েছে। মোটরসাইকেল থেকে লাফ দিয়ে নেমে নিজেকে রক্ষা করেছে বলে স্কুলছাত্র সাজিদ জানিয়েছে। এ ঘটনায় ছাত্রের বাবা দর্শনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে। অপরদিকে বাজারের সিসি ক্যামেরা থেকে অপহরণকারীকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারের সুমী ফার্মেসির স্বত্ত্বাধিকারী বাজারপাড়ার আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, রোববার রাতে বাজারের মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে রাত পৌনে ১০টার দিকে ছেলে ৮ম শ্রেণির ছাত্র সাজিদ মাহামুদ বাড়ি ফিরছিলো। এসময় সাজিদ হিজলগাড়ি পুলিশ ক্যাম্পের সামনে পৌঁছুলে পেছন দিক থেকে লাল রঙের ডাইয়াং মোটরসাইকেলে থাকা অজ্ঞাত ব্যক্তি ছেলের নাম ধরে বলে চল তোমাকে বাড়িতে পৌঁছিয়ে দিচ্ছি। মোটরসাইকলেটি যখন বাড়ি অতিক্রম করে বলদিয়া গ্রামের দিকে যাচ্ছিলো তখন সাজিদ বলে আমার বাড়ি তো এখানে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। মোটরসাইকেল চালক জোরে মোটরসাইকেল চালানোর চেষ্টা করলে তখন সাজিদ মোটরসাইকেল থেকে লাফ দেয়। এতে সে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। এঘটনায় রাতেই দর্শনা থানায় অজ্ঞাত ব্যক্তির নামে অপহরণের একটি অভিযোগ দায়ের করেছি। সেই সাথে ডাইয়াং মোটরসাইকেরটি বাজারের যে দোকানের সামনে বেশকিছু সময় ধরে দাঁড়িয়ে ছিলো সিসি ক্যামেরায় তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, দীর্ঘসময় যে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলো তারা নিশ্চয় চেনে বা জানে কে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলো। এ ব্যাপারে দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির বলেন, অপহরণ ঠিক না। তবে একটি অভিযোগ করেছেন ছাত্রের বাবা।

Comments (0)
Add Comment