চুয়াডাঙ্গায় অনিয়মের অভিযোগে ইটভাটা ও দুই ট্রাক্টর মালিককে জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বদরগঞ্জে খোলা ট্রাক্টরে মাটি পরিবহনে দুই মালিককে ২০ হাজার এবং জ্বালানি কাঠ ব্যবহার করায় ডিএমএস ইট ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বদরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খোলা ট্রাক্টরে মাটি পরিবহনে রাস্তায় মাটি পড়ে থাকে। এতে পানি পড়লে সড়ক কাদায় পরিণত হয়ে দুর্ঘটনা ঘটছে। তাই খোলা ট্রাক্টরে মাটি পরিবহনের দায়ে দুই ট্রাক্টর মালিককে ২০ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, কয়লার বদলে জ্বালানি কাঠ পুড়াচ্ছিলো ডিএমএস ইটভাটা। এ কারণে ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাজহারুল ইসলাম দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, খোলা ট্রাক্টরে মাটি পরিবহন করায় ২০ হাজার এবং কয়লার পরিবর্তে জ্বালানি কাঠ পুড়ানোর অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Comments (0)
Add Comment