টনসিল অপারেশনের পর ……

স্টাফ রিপোর্টার: টনসিল অপারেশনের ১০দিন পর রক্তক্ষরণ শুরু হয়েছে রোগী চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জের শিশু সিফাতের। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার মুখ দিয়ে অনবরত রক্তক্ষরণ শুরু হয়। রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে। গত ৪ এপ্রিল চুয়াডাঙ্গার ইম্প্যাক্ট হাসপাতালে সিফাতের টনসিল অপারেশন করা হয়। সিফাতের পিতা হাটকালুগঞ্জ ঘাটপাড়ার জাকির হোসেন বলেন, গত ৪ এপ্রিল চুয়াডাঙ্গার কেদারগঞ্জে ইম্প্যাক্ট হাসপাতালে ছেলে সিফাতের (৯) টনসিল অপারেশন করা হয়। অপারেশনের জন্য ৮ হাজার টাকা নিয়ে ৬ এপ্রিল ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী গত ১৩ এপ্রিল মঙ্গলবার আবারও সিফাতকে ইম্প্যাক্টে নেয়া হয়। সিফাতকে দেখে ওইদিন থেকে তাকে ভাত খাওয়ানোর জন্য বলেন ডা. পারভীন ইয়াসমিন। বৃহস্পতিবার রাতে ভাত খাওয়ানোর পর রাত ১০টার দিকে সিফাতের মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। জাকির হোসেন আরও বলেন, ইম্প্যাক্ট হাসপাতালের দেয়া নম্বরে যোগাযোগের চেষ্টা করেও না পেয়ে রাতেই সেখানে যায়। দীর্ঘসময় ডাকাডাকির পর একজন গার্ড এসে বলেন কোনো চিকিৎসক নেই। পরে আমার ছেলেকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি। এ বিষয়ে জানতে ইম্প্যাক্ট হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি।

Comments (0)
Add Comment