স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় দৌলতদিয়াড় তাসনীম-নূর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে আমেলার সদস্য মুফতী মোস্তফা কালাম। প্রশিক্ষণ কর্মশালায় জেলা কমিটি এবং অধঃস্তন থানা ও উপজেলা কমিটির দায়িত্বশীলদের অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বলেন, ‘আল্লাহ তায়ালা আমাদেরকে তার দ্বীন ইসলাম কায়েম করার দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে ব্যর্থ মুমিন হিসেবে দেখতে চান না। তিনি আমাদেরকে সফল মুমিন হিসেবে দেখতে চান। কাজেই আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। জান, মাল, সময় সর্বস্ব কুরবানী করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েমের সর্বাত্মক প্রচেষ্ট চালাতে হবে। দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে ইসলামী আন্দোলন করতেই হবে। কারণ, প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রদান করতে পারে একমাত্র ইসলামী আইন ও ইসলামী শাসন ব্যবস্থা। ইসলাম ছাড়া মানবরচিত কোনো মতবাদে মানবতার মুক্তি নেই।