চুয়াডাঙ্গায় কৃষক জোটের পক্ষ থেকে তুলা ক্রয় কেন্দ্রে তুলা ক্রয় পর্যবেক্ষণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলায় কৃষক জোট স্থানীয় পর্যায়ে কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের অধিকার রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। তারই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া বাজারে তুলা ক্রয় কেন্দ্রে চাষীদের নিকট থেকে তুলা ক্রয় কালীন সময় সঠিক ওজন ও সঠিক গ্রেড নির্বাচন পর্যবেক্ষণ করেন ইউনিয়ন ও উপজেলা কৃষক জোটের নেতৃবৃন্দ। কৃষক জোটের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তুলা চাষীরা। এ সময় তারা বলেন, তুলা উন্নয়ন বোর্ডের তত্বাবধানে আমরা তুলাচাষ করি এবং তাদের তত্বাবধানেই আমার তুলা বিক্রয় করি। এর মাঝে কখনো কেউ আমাদের খোঁজ নিতে আসেনি এবং আমাদের সুখ দুঃখের কথা শুনেনি। এখানে কৃষক জোটের উপস্থিতি দেখে আমরা একটি শক্তি পেলাম। চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান সজল ও আলুকদিয়া ইউনিয়ন কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক মো. সামসুল আলম বলেন, এখন থেকে তুলাচাষের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো আপনাদের সমস্যার কথা আমাদের বলবেন আমরা সমাধানের চেষ্টা করবো।

Comments (0)
Add Comment