চুয়াডাঙ্গায় চাচার ছুরিকাঘাতে দুই ভাতিজা রক্তাক্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় চাচার ছুরিকাঘাতে দুই সহোদর রক্তাক্ত জখম হয়েছেন। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইকে ছুরি মেরে আহত করেন চাচা আবুল কালাম। শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই ভাই জসিম উদ্দিন ও আবদুল করিম গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। তাদের একজনকে চুয়াডাঙ্গায় এবং অপরজনকে রাজশাহী নেয়া হয়েছে।

জানা গেছে, দীননাথপুর গ্রামের নিমতলাপাড়ার আবুল কালামের সঙ্গে এজমালি জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো দুই ভাতিজা জসিম উদ্দিন ও আবদুল করিমের। শুক্রবার সকাল থেকে উভয়পক্ষের মধ্যে গ-গোল শুরু হয়। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে চাচা আবুল কালাম ও তার ছেলে শাহ আলম মিলে জসিম উদ্দিনকে (৩০) উপর্যুপরি ছুরি মেরে আহত করেন। জসিমের ছোট ভাই আবদুল করিম ঠেকাতে এলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। বড় ভাই জসিমের অবস্থা আশঙ্কাজনক। সদর হাসপাতালের সার্জিক্যাল কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় জানান, ‘জসিমের বাম বুকে ছুরির গুরুতর আঘাত আছে। ফুঁসফুসে রক্তক্ষরণ হয়ে থাকতে পারে। এ কারণে তাকে রাজশাহী স্থানান্তর করা হয়েছে।’ চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, ‘এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ বা মামলা করেনি।’

Comments (0)
Add Comment