চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার: ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিল এবং সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মিছিল করতে না পেরে পুলিশ বেষ্টনীতে বিভিন্ন দাবিতে সেøাগান দেয় নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমির চত্বর থেকে জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হয়। পরে বিক্ষোভ মিছিল ফিরে এসে শিল্পকলা একাডেমির চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক আহসান হাবিব মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, আশিপুল হক শিপুল, যুগ্ম-সম্পাদক আমানুল্লাহ আমান, আরিফ আহম্মেদ শিপ্লব প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে মামলা হামলা জেল জুলুম দিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়। আবিলম্বে অবৈধ মামলা দ্রুত প্রত্যাহার করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি। আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা শেখ শাহাবাজ সুজন, শাহাবুদ্দিন, সাদ্দাম হোসেন, শাওন, শাহাজান আলী সান, ইকরামুল হক, শুকুর আলী, আশিকুর রহমান আশিক, সাকিব, রাশিদুল, দোদল, জাকির, মাছুদ রানা, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ আহ্বায়ক আশিকুর রহমান আশিক, দামুড়হুদা উপজেলা সদস্য সচিব এমডিকে সুলতান, দর্শনা পৌর ছাত্রদলের সদস্য সচিব আল মামুন, দর্শনা থানা সদস্য সচিব ফরহাদ হোসেন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান, জীবননগর পৌর ছাত্রদলের আহ্বায়ক কিরন হাসনাত রাসেল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মাসউদসহ নেতৃবৃন্দ।

 

Comments (0)
Add Comment