চুয়াডাঙ্গায় ছেলের ইটের আঘাতে বৃদ্ধ পিতা জখম

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা গ্রামে ছেলের ইটের আঘাতে পিতা ঠা-ু ম-ল গুরুতর জখম হয়েছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। আহত ঠা-ু ম-ল (৬০) কুলচারা গ্রামের দক্ষিণপাড়ার মৃত ফতেহ আলী ম-লের ছেলে। বৃদ্ধ ঠা-ু ম-ল জানায়, আমার ছেলে মন্টু ম-ল এবং আমি ও আমার স্ত্রী পাশাপাশি বাড়িতে থাকি। আমার বাড়ির গোসলের পানি আমার ছেলে মন্টুর বাড়িতে যায়। এ নিয়ে আমার পুত্রবধূ আমার বলে। আমি দু’দিনের মধ্যে বিষয়টি সমাধানের কথা বলি। এই নিয়ে আমার ছেলে মন্টু ও পুত্রবধূ আমার সাথে বাকবিত-ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আমার ছেলে একটি ইট দিয়ে আমার মাথা ও গলায় আঘাত করে বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে স্থানীয়রা বৃদ্ধ ঠা-ু ম-লকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের নেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, আহত ঠা-ু ম-লের অবস্থা শঙ্কামুক্ত। তার মাথা ও গলায় জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে ভর্তি করে হয়েছে।

Comments (0)
Add Comment