চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের নেতৃত্বে মাদকদ্রব্যের মাদকবিরোধী অভিযান : মাদকসহ আটকের পর দুজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মাদকসহ আটকের পর দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৬০ গ্রাম গাঁজা। কারাদ-প্রাপ্ত দুজন হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর মসজিদপাড়ার মৃত নূর মোহাম্মদের ছেলে আবুল কাশেম (৪৫) ও হিজলগাড়ি বলদিয়া গ্রামের রেজাউল হকের ছেলে বাপ্পি (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সদর উপজেলার মোমিনপুর গ্রামে অভিযান চালায়। এসময় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদককারবারী আবুল কাশেমকে একটি মেহগনি বাগান থেকে আটক করা হয়। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ বছরের কারাদ- ও ২০০ টাকা অর্থদ- প্রদান করা হয়। এদিকে বিকেল ৫টার দিকে অভিযান চালানো হয় জেলা শহরের রেলগেট এলাকায়। এসময় ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয় হিজলগাড়ি বলদিয়া গ্রামের মাদকসেবী বাপ্পিকে। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদ- ও ২০০ টাকা অর্থদ- প্রদান করা হয়। গতকালই কারাদ-প্রাপ্ত দুজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Comments (0)
Add Comment