চুয়াডাঙ্গায় ড্রেন নির্মাণকাজের উদ্বোধন 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দক্ষিণ গোরস্থানপাড়ায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে এ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। উদ্বোধন শেষে পৌর মেয়র বলেন, বিগত সময়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার যেসব উন্নয়ন কাজ হয়েছে সেগুলো নি¤œমানের হওয়ার কারণে এখন ভোগান্তিতে পড়ছে পৌরবাসী। ওই সময় নির্মিত রাস্তাগুলো ভেঙে গিয়েছে, ড্রেনের স্লিপার ভেঙে গেছে, পানি যায় উল্টো দিকে। এর পরিবর্তন আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে চলেছি। আমি মেয়র হওয়ার পর থেকে পৌর এলাকার যেসকল রাস্তা, ড্রেন নির্মাণ করা হচ্ছে সেগুলো খুবই টেকসই ও উন্নতমানের। এর অন্যতম কারণ এখন ঠিকাদারকে কোনোপ্রকার অতিরিক্ত টাকা দেয়া লাগে না। যে কারণে কাজও হচ্ছে ভালো মানের। আশা করছি এই মেয়াদের উন্নয়ন কাজের সুফল কয়েক দশক ধরে ভোগ করবে পৌরবাসী। এর জন্য আপনাদেরও সাহায্য করতে হবে। ঠিকাদারের কাছ থেকে কাজ বুঝে নিতে হবে। কোনোপ্রকার ত্রুটি দেখলে সাথে সাথে আমাদের জানাবেন আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, ঠিকাদার মুক্তার হোসেন বিশ্বাস, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সদস্য রুবেল, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, পৌর ছাত্রলীগের সহসভাপতি হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, স্বেচ্ছাসেবকলীগ নেতা বুদো, ইমরান, ছাত্রলীগ নেতা সানজিদ আহমেদ, ফয়সাল, ইমরান, সেবদুল, রুবেল প্রমুখ।

 

Comments (0)
Add Comment