চুয়াডাঙ্গায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী

উন্নয়নমূলক কাজ দৃঢ় গতিতে এগিয়ে যাবে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ড্রেন নির্মাণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় পৌর এলাকার শেকড়াতলা মোড়ে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বার্ষিক উন্নয়ন তহবিল এডিপির অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ কাজ হবে। ড্রেনের উদ্বোধনকালে মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, লকডাউনের কারণে পৌরসভার বেশ কয়েকটি কাজ কিছুদিন বন্ধ ছিলো। বর্তমানে লকডাউন শিথিল হওয়ায় কাজ আবার শুরু করছি। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ করার নির্দেশনা দিচ্ছি। উন্নয়নমূলক কাজ এগিয়ে যাচ্ছে, দৃঢ় গতিতে এগিয়ে যাবে। চুয়াডাঙ্গা পৌরসভার মানুষের সেবা দেয়ার জন্য নিরন্তর ছুটছি। আজীবন ছুটে যাবো। এ সময় তিনি আরো বলেন, এ কাজ আপনাদের সকলের। তাই ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ কিভাবে করছে সেটা দেখার দায়িত্ব আপনাদের। আপনারা কাজ বুঝে নেবেন। কাজে ত্রুটি পেলে আমাকে জানাবেন ব্যবস্থা নেবো। মেয়র উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে আরও বলেন, করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত হওয়া যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতানা আরা রতœা, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান মতি, ঠিকাদার সৈয়দ ফরিদ আহমেদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, সাবেক সিভিল সার্জন ডা. কামরুল হুদা, প্রাক্তন শিক্ষক আ স ম আলাউদ্দিন মাওলানা প্রমুখ।

Comments (0)
Add Comment