চুয়াডাঙ্গায় দলিল লেখকদের কর্মশালায় জেলা রেজিস্ট্রার শফিকুল ইসলাম

ভালো ব্যবহার আপনার ব্যক্তিত্বকে সম্মৃদ্ধ করবে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলাধীন সকল সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকদের অভ্যন্তরীণ পেশাগত দক্ষতাবৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা রেজিস্ট্রার মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার অফিসের সংযুক্ত কর্মকর্তা মামুন বাবর, দামুড়হুদা উপজেলা সাব রেজিস্ট্রার এম, নফিয বিন যামান ও আলমডাঙ্গা সাব রেজিস্ট্রিার নুরে তোফাজ্জেল হোসেন। কর্মশালার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতির অর্থ সম্পাদক শমশের আলী। কর্মশালায় প্রধান অতিথি জেলা রেজিস্ট্রার মো. শফিকুল ইসলাম দলিল লেখকদের উদ্দেশে বলেন, সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। হাসি মুখে কথা বলে মানুষের মন জয় করতে হবে। তিনি শুদ্ধাচার কৌশল বিষয়ে আরও বলেন, আপনারা প্রতিটি দলিল কম্পিউটার করে নিরভূলভাবে সম্পন্ন করার চেষ্টা করবেন। কারণ আপনার একটা ছোট্ট ভূল অন্যের অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। স্বল্প পারিশ্রমিকের মধ্যদিয়েও যখন শুনি আপনারা ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন, তখন খুবই ভালো লাগে। সকলের মর্যাদা রক্ষা করতে হবে। ভালো ব্যবহার আপনার ব্যক্তিত্বকে সম্মৃদ্ধ করবে। একটি বিষয় মনে রাখতে হবে, যে যাই কর্ম করুক না কেন, দিন শেষে আমরা সবাই মানুষ। দলিল লেখক সনদ বিধিমালা-২০১৪ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন জেলা রেজিস্ট্রার অফিসের সংযুক্ত কর্মকর্তা মামুন বাবর। কর্মশালায় দলিল লেখকগন কর্তৃক প্রদেয় ও আদায়যোগ্য ফিস নিয়ে বিস্তারিত আলোকপাত করেন দামুড়হুদা উপজেলা সাব-রেজিস্ট্রার এম. নাফিয বিন যামান। এছাড়া দলিল রেজিস্ট্রেশনের পূর্বশর্ত ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া বিষয়ে আলোচনা করেন আলমডাঙ্গা উপজেলা সাব-রেজিস্ট্রার নুরে তোফাজ্জেল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা রেজিস্ট্রার অফিসের অফিস সহায়ক মজিবুল হক সোনা। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা রেজিস্ট্রার অফিসের প্রধান সহকারী সাইফুল রহমান।

Comments (0)
Add Comment