চুয়াডাঙ্গায় বিক্রির সময় মেছোবাঘ উদ্ধার করে ছাড়া হলো জঙ্গলে

স্টাফ রিপোর্টার: জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বিক্রি সময় একটি মেছোবাঘ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। মেছোবাঘটি উদ্ধারের পর সোমবার সন্ধ্যায় সেটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা সদর থানার সরোজগঞ্জের বোয়ালিয়া থেকে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান সেখানে কিছু লোক খাঁচায় করে একটি মেছোবাঘ নিয়ে এসেছেন। মেছোবাঘটি তারা বিক্রি করতে চাচ্ছেন। কলার এ বিষয়ে বনবিভাগ ও পুলিশের সহায়তা চান।’
তিনি বলেন, ‘জরুরি সেবা নম্বর থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।পরে চুয়াডাঙ্গা সদর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি থানা থেকে সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের একটি দলও ঘটনাস্থলে যায়।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার পরে জাতীয় জরুরি নম্বরে জানান, তারা মেছোবাঘটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মীদের কাছে হস্তান্তর করেছেন। উদ্ধারের পর বন বিভাগের ব্যবস্থাপনায় মেছোবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে।’

Comments (0)
Add Comment