চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিলে ডা. মেহেদী

বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সম্পদ : সর্বোচ্চ সম্মানের 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদীর সৌজন্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পবিত্র মাহে রমজানের ৭ম রোজায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের বনলতা ভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি। আলোচনাসভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার আবু হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সম্পদ। আমি গর্ববোধ করি, আমিও একজন মুক্তিযোদ্ধা। একাত্তরের রনাঙ্গনে আমরা যেভাবে বঙ্গবন্ধুর ডাকে অস্ত্র হাতে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম সেভাবে বর্তমান তরুণ যুবসমাজকে দেশের জন্য শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের এই উন্নয়নকে সম্ভব করেছেন জননেত্রী শেখ হাসিনা। তার প্রচ- দেশপ্রেম নিরলস প্রচেষ্টা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দেশে বিদেশে দলমত নির্বিশেষে যার যার অবস্থান থেকে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও, আজ সত্যিই আমার খুব আনন্দ হচ্ছে। নিজের যোদ্ধা ভাইদের সাথে বসে আজ ইফতারি করছি। সত্যিই এটি আমার বড় পাওয়া। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফজলু ম-ল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক রাকিব আহমেদ জনি, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা হাসানুজজ্জামান কিরণ। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুসহ সকল শহীদ, দেশ ও জাতির শান্তি কামনা করে এক দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম আব্দুল মজিদ।

Comments (0)
Add Comment