চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চিত্রানদী থেকে অবৈধ কোমর বাঁধ অপসারণ

লাবলু রহমান: চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চিত্রানদী থেকে অবৈধভাবে মাছ শিকারের জন্য কোমর বাঁধ অপসারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গোস্টবিহার ও গড়াইটুপি রিফিউজিপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোমর বাঁধ দেয়ার সরঞ্জামাদি বিনষ্ট করে বাঁধ দেয়া ব্যক্তিদের সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গোস্টবিহার ও গড়াইটুপি রিফিউজিপাড়ায় গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে অবৈধভাবে চিত্রা নদীতে বাঁধ দেয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় গড়াইটুপি রিফিউজিপাড়ার মৃত ট্যাংগর ম-লের ছেলে ওহিদ ও আব্দুল কাদেরের ছেলে আলম হোসেনের দুটিসহ গোস্টবিহারের একটি বাঁধ অপসারন করা হয়। বাঁধে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করে তা বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। তিনি বলেন, অসাধু ব্যক্তিরা মাছ শিকার করার উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে। নদী উন্মুক্ত; জনগণ নদী থেকে সুফল ভোগ করবে এটাই স্বাভাবিক। চিত্রা নদী থেকে পর্যায়ক্রমে সকল বাঁধ অপসারণ করা হবে।

এ সময় আরো উপস্থিত থেকে সহযোগিতা করেন তিতুদহ ক্যাম্পের সহকারী উপ পুলিশ পরিদর্শক ইদ্রিস আলী, তিতুদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহাতাব উদ্দিন, ইউপি সদস্য সাইদ খোকন প্রমুখ।

Comments (0)
Add Comment