চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আহত ১

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা খাদিমপুরে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে রাজু (২৪) নামের এক যুবক গুরুতর জখম হয়েছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। গতকাল বুধবার সন্ধ্যার দিকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত রাজু আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের আইন্দিপুর গ্রামের শাহাদতের ছেলে। তিনি সরকারি মোবাইল অপারেটর টেলিটকের চুয়াডাঙ্গা এজেন্টের আওতাধীন ব্রান্ড প্রমোটার হিসেবে কর্মরত।
পারিবারিকসূত্রে জানা যায়, গতকাল বুধবার অফিসিয়াল কাজ শেষে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গায় ফিরছিলেন রাজু। এ সময় খাদিমপুর গ্রামের একটি মাঠের মধ্যে একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজু গুরুতর জখম হয়। পরে আলমসাধু চালক সুযোগ বুঝে সটকে পড়েন। প্রত্যন্ত মাঠ এলাকা হওয়ায় বেশ কিছু সময় রাজু আহত অবস্থায় পড়েছিলেন। ওই পথেই তার সহকর্মীরা বাড়ি ফেরার পরে রাজুকে দেখতে পেয়ে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, রাজুর পিতার পা ভেঙে হাড় গুড়ো হয়ে গেছে। এছাড়া শরীরের বিভিন্নস্থানে সামান্য জখমের চিহ্ন আছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

Comments (0)
Add Comment