চুয়াডাঙ্গায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে কেক কেটে জন্মদিন পালন করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় মোহাম্মদী শপিং কমপ্লেক্সে জেলা যুবলীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য আজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শের সৈনিক জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইকন সততা ও নিষ্ঠার প্রতীক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দোয়া করি তিনি দীর্ঘজীবী হন।

নঈম হাসান জোয়ার্দ্দার আরও বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিতকরণ, আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক পুলিশ বাহিনী, বিশ্ব অর্থনৈতিক মন্দা চলাকালীন বাংলাদেশের অর্থনৈতিক চাকা ধীরগতি হতে দেননি আমাদের সুপার অ্যানার্জেটিক প্রধানমন্ত্রী। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে দমিয়ে নিরলস পরিশ্রমের মাধ্যমে দৃশ্যমান হয়েছে আজকের পদ্মা সেতু। যা শুধু দৃশ্যমানই নয়, সেতুর ওপর দিয়ে চলাচল শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রায় পাঁচ কোটি মানুষসহ সারা দেশের জনগণ।

তেমনিভাবেই নিরলস পরিশ্রমের মাধ্যমে যুবলীগের ভীতকে শক্তিশালী করে রেখেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল। ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম কংগ্রেসের মধ্যদিয়ে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বহুবার কারাবরণ করেন ও নির্যাতনের শিকার হন তিনি। শরীরে সেই নির্যাতনের আঘাতের চিহ্ন নিয়ে এখনও রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক খানজাহান আলী, রুবেল শেখ, ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মিঠুন শেখ, সাংগঠনিক সম্পাদক রনি পারভেজ, ৭নং ওয়ার্ডের সভাপতি আসাদ আলী, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ন কবির বনফুল, নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা আল ইমরান শুভ, জেলা ছাত্রলীগের সাবেক নেতা হাসানুর ইসলাম পলেন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা রামিম হাসান সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সামিউল শেখ সুইট, দিপু বিশ্বাস, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সভাপতি খালিদ ম-ল, জাকির, জামাল খান, নুরু, রুবেল, ইমরান, মিলন, মিন্টু, ইকবাল, জিসান, হাসিফ, পারভেজ, আলতাফ হোসেন, সরোয়ার হোসেন সরো, বাচ্চু, শাকিল আহমেদ তুর্য, জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আনোয়ার শেখ, ওয়াসিম, শেখ রাসেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাওন রেজা কবির প্রমুখ।

Comments (0)
Add Comment