চুয়াডাঙ্গায় সিন্ডিকেটের নিয়ন্ত্রণে অক্সিজেন সিলিন্ডার ব্যবসা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রতিদিন দীর্ঘ হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর তালিকা। করোনায় আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজন হচ্ছে অক্সিজেন। ফলে সদর হাসপাতাল এলাকায় করোনা রোগীকে ঘিরে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার ব্যবসা এখন তুঙ্গে। অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার মালিক ও ড্রাইভারদের একটি সিন্ডিকেট করোনা রোগী বহনে তাদের কাছে ১২ কিলোমিটার রাস্তা রোগী পৌঁছুতে ১ হাজার টাকার ভাড়া ৫ থেকে ৬ হাজার ও ঢাকায় ১০ হাজার টাকার ভাড়া ১৮ থেকে ২২ হাজার টাকা নিচ্ছেন। একই ভাড়ার মধ্যে অ্যাম্বুলেন্সে ফ্রি অক্সিজেনফ্রুবিধা দেয়া কথা থাকলেও প্রতিটি অক্সিজেন সিলিন্ডারের জন্য রোগীদের কাছ থেকে ১ থেকে দেড় হাজার টাকা ভাড়া নেয়া হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতার কর্তৃপক্ষ করোনা রোগীদের চিকিৎসা সেবায় কোনো ত্রুটি নেই জানালেও সরেজমিনে তার প্রমাণ মেলেনি। এছাড়া করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের অভিযোগ, ‘স্বেচ্ছাসেবক আর নার্স ছাড়া চিকিৎসকের দেখা মিলছে না। দিনে একবার চিকিৎসক এলেও দূর থেক উঁকি দিয়ে চলে যাচ্ছেন।’

Comments (0)
Add Comment