চুয়াডাঙ্গায় ১ হাজার পিস ইয়াবাসহ ঢাকা কেরানীগঞ্জের এক নারী আটক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এক হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল সোমবার ভোররাতে জেলা শহরের পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ১১পিস ইয়াবা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে সদর থানায় সোপর্দ করা হয়। আটককৃত রহিমা বেগম (৫৫) ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কেরানীগঞ্জ শুভাড্ডা পূর্ব পাড়ার মৃত আব্দুল মান্নান তালুকদারের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ভোররাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানতে পারে শহরের পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ভোর সোয়া ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্সসহ পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান। অভিযানকালে আটক করা হয় মাদক কারবারি রহিমা বেগমকে। এ সময় তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ১ হাজার ১১ পিস ইয়াবা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে সদর থানায় সোপর্দ করা হয়।

Comments (0)
Add Comment