চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভায় প্রধান অতিথি

করোনার থেকেও ভয়াবহ আওয়ামী লীগ সরকার
স্টাফ রিপোর্টার: ‘আলোর দিন দূর নয়, করতে হবে আঁধার জয়’ এ সেøাগানে চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের চেম্বার ভবনের ৩য়তলায় এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আলহাজ মো. জামির হোসেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এমএ তালহা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে হিসেবে কেন্দ্রীয় সহসভাপতি (খুলনা বিভাগ) শেখ তৈয়বুর রহমান বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় সংসদের যুগ্মসম্পাদক ডিজেডএম হাসান বিন শফিক সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক এসএম গালিব ইমতোজ নাহিদ, রবিউল ইসলাম পলাশ ও সাজেদুর রহমান পাপ্পুু বক্তব্য রাখেন।
সম্মেলনের প্রধান অতিথি আলহাজ মো. জামির হোসেন বলেন, আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের এ কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধি সভা থেকে দলের সুস্পষ্ট আন্দোলন সংগ্রাম করতে হবে। এ কর্মীসভা থেকে কমিটি নির্বাচন করতে হবে। বর্তমানে বাংলাদেশের কি অবস্থা। গণতন্ত্র চলে গেছে আওয়ামী লীগের নেতাদের পকেটে। আজকে বাক স্বাধীনতা নেই। কথা বলার অধিকার নেই। করোনার ভয়াবহ থেকে শক্তিশালী আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করতে দলকে সুসংগঠিত করতে হবে।
এর আগে সকাল ১০টার দিকে আলমডাঙ্গা কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

Comments (0)
Add Comment