চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পক্ষে পুলিশ সুপার জাহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষে পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বিপিএম- সেবাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা চেম্বার ভবনের সম্মেলনকক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মো. ইয়াকুব হোসেন মালিক। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় চেম্বার ভবনের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বিপিএম-সেবাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি মো. ইয়াকুব হোসেন মালিক। এ সময় চুয়াডাঙ্গার বিদায়ী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গাতে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই জেলার মানুষের কল্যাণে কাজ করেছি। মানুষের জানমালের নিরাপত্তার পাশাপাশি করোনাকালীন সময়ে মানুষের পাশে থেকে সেবা দিয়েছি। তিনি আরও বলেন, পুলিশ সুপার হিসেবে যতটুকু সেবা দেয়া যায় তার থেকেও বেশি দেয়ার চেষ্টা করেছি। যার জন্য হয়তো এ জেলার মানুষ আমাকে ‘মানবিক পুলিশ সুপার’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এতেই আমি খুশি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের জগলু, চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির সভাপতি সালাউদ্দিন চান্নু ও ডা. আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহব্বুল ইসলাম সেলিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, পরিচালক এস.এম.তসলিম আরিফ বাবু, এ.কে.এম সালাউদ্দিন মিঠু, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, মো. তাজুল ইসলাম, কিশোর কুমার কুন্ডু এ.এন.এম আরিফ ও সুরেশ কুমার আগরওয়ালা, জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রিংকুসহ জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চুয়াডাঙ্গা চেম্বারের পরিচালক মো. হারুন অর রশিদ। এ সময় বিদায়ী পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বিপিএম-সেবাকে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে বিদায়ী অতিথি চুয়াডাঙ্গা চেম্বারে আসলে চেম্বার নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। উল্লেখ্য, বিসিএস ২৪ ব্যাচের কর্মকর্তা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার হিসেবে ৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে দায়িত্বভার গ্রহণ করেন। প্রায় তিন বছর আপমর জনসাধারণের নিরবচ্ছিন্ন সেবাদান করে চলছেন। সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা হতে সিআইডি ঢাকায় বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন তিনি।

Comments (0)
Add Comment