চুয়াডাঙ্গা জজ কোর্টের আইনজীবী সাজ্জাদ হোসেন রকি আর নেই

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জজ কোর্টের আইনজীবী সাজ্জাদ হোসেন রকি (৪০) আর নেই। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় হ্নদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। অপরদিকে, আজ বৃহস্পতিবার মরহুম সাজ্জাদ হোসেন রকির স্মরণে বেলা ১১ টায় জজকোর্টে কোর্ট রেফারেন্স ও এরপরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হবে। এছাড়া, আগামীকাল শুক্রবার বাদ আছর জান্নাতুল মওলা জামে মসজিদে মরহুমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে, গতকাল বুধবার বাদ জোহর জান্নাতুল মওলা কবরস্থানে নামাজে জানাযা শেষে একই স্থানে এসে মরদেহ দাফন কাজ সম্পন্ন করেন। এরআগে সাজ্জাদ হোসেন রকির মরদেহ চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি চত্বরে নিয়ে আসা হয়। এসময় জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ , নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনাল আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ^াসসহ অন্যান্য বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক আহসান আলী, পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সরোয়ার বাবু, নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমএম শাহজাহান মুকুল, সরকারি কৌশুলী (জিপি) আব্দুল খালেক, সহকর্মী আইনজীবীবৃন্দ ও মোহরারবৃন্দরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক আহসান আলী জেলা আইনজীবী সমিতির সদস্য সাজ্জাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারে সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত : মরহুম সাজ্জাদ হোসেন রকি অ্যাড. সোহরাব হোসেন (২) এর ছেলে।