চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের ১৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের ১৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গতকাল রোবাবর রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাও. কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাড. কাজী মোহা. আবুল হোসেন স্বাক্ষরিত কমিটিতে মাও. মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক ও হাফেজ মো. মাহবুবুল আলমকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া স্বপন, যুগ্মআহ্বায়ক মাও. মো. আরিফুল ইসলাম, হাফেজ মো. আশরাফুল হক, মাও. আলমগীর হোসেন ও মো. আবু হুরাইরা, সদস্য মো. ফজলুর রহমান, কাজী আবুল হাসনাত মো. শাফী, মো. রাকিবুল ইসলাম, মো. শরিফুজ্জামান সুমন, মো. আল-মামুন হোসেন, মো. মাসুদুর রহমান, মাও. মো. আজিম উদ্দীন এবং মো. আব্দুল কুদ্দুস। ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়; আগামী ১৫ দিনের মধ্যে পুর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের শর্তে কমিটির অনুমোদন দেয়া হলো।