চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩০ শিক্ষকের পদোন্নতি

স্টাফ রিপোর্টার: শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক পদোন্নতি পেলেন। গত ৩০ জুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব আলমগীর হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে নামের পাশে উল্লেখিত শিক্ষকগণ সহকারী শিক্ষক (১০ম গ্রেড, ২য় শ্রেণি) হতে সিনিয়র শিক্ষক (৯ম গ্রেড, প্রথম শ্রেণি) পদে পদোন্নতি প্রদান করা হলো। এই আদেশে চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯ জন সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি প্রদান করা হয়। তারা হলেন ফেরদৌস আরা, আব্দুস সামাদ, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, পরিমল কুমার পাল, মাসুদুর রহমান, মিজানুর রহমান, মাসুম ইকবাল, রহিমা খাতুন, আশীষ কুমার সাহা, আ.স.ম রাশিদুল হাসান, অশোক কুমার অধিকারী, মোমিনুল ইসলাম খান, রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, নাজিম উদ্দীন, শহিদুল ইসলাম, আহসান হাবীব ও মামুনার রশীদ। একই আদেশে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি প্রদান করা হয়। তারা হলেন শামীম আরা, জেসমিন আরা খাতুন, আব্দুর রহমান, শাহজাহান আলী, হাসানুজ্জামান হেদায়েত, মহাসীন আলী, আজিজুর রহমান, মুজিবুর রহমান, মতিয়ার রহমান, জহুরুল ইসলাম ও হুমায়ন কবির। এদিকে শিক্ষকদের এ পদোন্নতিতে খুবই আনন্দিত তারা। এ ব্যাপারে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহাসীন আলী জানান, আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই পদোন্নতির জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছি। অবশেষে আমাদের দাবি বাস্তবায়ন করেছে সরকার। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।

Comments (0)
Add Comment