স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট পরিচালিত রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালের কর্মচারী মরহুম আফিয়া সুলতানার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করেছে রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতাল। গতকাল বৃহস্পতিবার বিকেলে রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ মরহুমের ছেলে সাব্বিরের ২০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় রেডক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন, সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এমএম শাহজাহান মুকুল, আসাদুজ্জামান কবীর, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, বিলকিস জাহান, ইউনিট অফিসার ওবাইদুল ইসলাম পারভেজ এবং হিসাবরক্ষক আকতার হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া কার্যানর্বাহী কমিটির সভায় ২০২২ সালের রেডক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা আগামী ৫ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় নির্ধারণ করা হয়েছে। সাধারণ সভা উদযাপনে ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেনকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত : চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালের কর্মচারী আফিয়া সুলতানা গত বছরের আগস্ট মাসে ইন্তেকাল করেন।