চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী স্থানান্তরের সুবিধার্থে উপজেলা চেয়ারম্যানের ট্রলি প্রদান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী স্থানান্তরের সুবিধার্থে ব্যক্তি উদ্যোগে ট্রলি উপহার দিয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস। সোমবার সকালে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএমএস ফাতেহ আকরামের হাতে ১৫টি ট্রলি তুলে দেয়া হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলার চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরিব রুহানি মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আসাদুল বিশ্বাস বলেন, ‘ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা আমাদেরই কারও ভাই, কারও বোন, কারও সন্তান। আগের বেশিরভাগ ট্রলি নষ্ট হয়ে যাওয়ায় রোগীদের স্থানান্তরে নানান ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। হাসপাতালের এক জায়গা থেকে আরেক জায়গায় অসুস্থ রোগী নিয়ে যাওয়ার জন্য ট্রলির দরকার হয়। এই ট্রলিগুলো হাসপাতাল কর্তৃপক্ষকে ঠিকঠাক দেখভাল করতে হবে। আগের ট্রলিগুলো ঠিকমত দেখাশোনা না করার কারণে নষ্ট হয়ে গেছে। আমদের চাওয়া হলো, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সেবা নিতে আসা প্রতিটি রোগীর সহজ সু-চিকিৎসার। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস প্রায় ১২ বছর ধরে সদর হাসপাতালের প্রয়োজন মোতাবেক রোগীবাহী ট্রলি দিয়ে সহযোগিতা করে আসছেন। এরই ধারাবাহিকতায় এ বছরও তিনি ব্যক্তিগত উদ্যোগে ১৫টি ট্রলি উপহার দিলেন। এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অচিরেই বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

Comments (0)
Add Comment