চৃয়াডাঙ্গার মুসলিমপাড়ায় তুচ্ছ ঘটনায় মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মুসলিমপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে পৌর এলাকার মুসলিমপাড়ায় মুক্তিযোদ্ধা কপিল উদ্দিনের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রোববার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা কপিল উদ্দিন।
অভিযোগসূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় মুসলিমপাড়ার আনুর ছেলে নয়নের বাড়িতে ঢিল ছুড়ে মারার অভিযোগ তোলে প্রতিবেশী ফিরোজা খাতুনের ছেলে শান্তর (১২) বিরুদ্ধে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে গ-গোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে নয়ন তার মেয়েজামাই একই এলাকার শাজাহানের ছেলে রিংকুকে খবর দেয়। রাত সাড়ে ৮টার দিকে রিংকুসহ সুজা উদ্দীনের ছেলে ইমন, মাহাতাবের ছেলে আরিফ, গিটকের ছেলে সজিব দলবল নিয়ে বীর মুক্তিযোদ্ধা কপিল উদ্দিনের মেয়ে ফিরোজার বাড়িতে হামলা চালায়। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বসতঘরের টিন কোপাতে থাকে। একইসাথে তারা শোকেজের ড্রয়ারে থাকা ৩৪ হাজার টাকা নিয়ে যায় এবং বসতঘর ও আসবাবপত্র ভাঙচুরে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Comments (0)
Add Comment