চোর ধরতে নিজের পাতা ফাঁদে পড়ে প্রাণ গেলো আলমডাঙ্গার ফন্টু মণ্ডলের

কেএ মান্নান: আলমডাঙ্গার ঘোষবিলায় চোর ধরতে বৈদ্যুতিক ফাঁদ পেতে নিজেই বিদ্যুৎস্পৃষ্টে চালক ফন্টু মন্ডল (৫২)’র মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে বাড়ির উঠোনে তারই ইজিবাইকের পাশেই মৃতদেহ পড়ে থাকতে দেখে তার পরিবার স্বজনেরা আহাজারি শুরু করে। পরিবারের লোকজন প্রথমে স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে জানালেও পরে আস্তে আস্তে সবকিছুই ফাঁস হয়ে যায়। খবর পেয়ে আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম মরদেহের সুরতহাল রেকর্ড তৈরির নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা এসআই আহাম্মাদ আলী শেখ সুরতহাল শেষে লাশ দাফনের নির্দেশ মেলায় দাফন সম্পন্ন হয়েছে। আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামের মনিরুদ্দিন ওরফে মনো ম-লের ছেলে ইজিবাইক চালক ফন্টু ম-ল।
মৃত্যুকালে তিনি স্ত্রী রাজিয়া খাতুনসহ ২ মেয়ে ১ ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
প্রতিবেশী অনেকে জানান, চোরের উৎপাতে অতিষ্ট হয়েই কয়েক মাস ধরে দিনভর ইজিবাইকে চালিয়ে বাড়ি ফিরেই উঠোনে বাইকটি তালাবন্ধ করে রাখেন। কয়েক মাস ধরেই এই ইজিবাইকে বৈদ্যুতিক সংযোগ ফাঁদ পেতে ঘরে ঘুমাতেন। শেষ অবধি বিধিবাম হলো তার। চোর শায়েস্তা করতে ফাঁদ পেতে নিজেই সে ফাঁদে জীবন হারালেন তিনি।

Comments (0)
Add Comment