ছদ্মবেশে ঘুরছে প্রতারক

স্টাফ রিপোর্টার: ভদ্র ছদ্মবেশে কখনো মোটরসাইকেলে, কখনো পায়ে হেটে প্রতারকরা ঘুরছে আশেপাশে। সুযোগ পেলেই চোখের পলকে প্রতারণা করে পালাচ্ছে এরা। গতকালও ভদ্রবেশে মোটরসাইকেলযোগে দু প্রতারক চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জ বাজারের একটি মুদি দোকান থেকে হাজারখানেক টাকা নিয়ে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বেলা আনুমানিক আড়াইটার দিকে।

বেশ কিছুদিন ধরেই ছিঁচকে ছ্যাঁচড়া প্রতারকদের অপতৎপরতা বেড়েছে। এরা মোটরসাইকেলযোগে প্রত্যন্ত গ্রাম ও গ্রামাঞ্চলের বাজারে সুযোগের সন্ধানে ঘুরঘুর করে। শিশু কিশোরদের হাতে মূল্যবান মোবাইলফোন থাকলে তা কৌশলে হাতিয়ে নিয়ে যেমন পালাচ্ছে ওরা, তেমনই দোকানে দোকানদারের বদলে শিশু কিশোরের দোকানদারি করা দেখলে সেখানে গিয়ে নিচ্ছে সুযোগ। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে নীলমণিগঞ্জ বাজারের এক মুদি দোকানি যখন এক কিশোরকে বসিয়ে রেখে বাড়ি গিয়েছেন খাওয়ার জন্য, তখনই দু প্রতারক একটি মোটরসাইকেলযোগে ওই দোকানের সামনে হাজির হয়। দোকানে থাকা কিশোরকে এক হাজার টাকার নোট ভাঙিয়ে দেয়ার অনুরোধ জানিয়ে এটা ওটার দাম জানতে চায়। কিশোর দুটি পাঁচশ টাকার নোট ক্যাশ ড্রয়ার থেকে বের করতেই প্রতারক দুজন হাতিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে।

এদিকে, চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ায় দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার বেলা ১২টার দিকে দুজন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে পৌর কলেজপাড়ার মইনুলের মুদি দোকানে সিগারেট কিনতে যায়। এ সময় দোকানে মইনুলের মেয়ে বৃষ্টি খাতুন দোকানে বসেছিলো। ছিনতাইকারীর সুযোগ বুঝে দুটি সিগারেট নিয়ে ৫শ টাকার নোট বলে বাকী টাকা ফেরত দিতে বলে। বৃষ্টি খাতুন বাকী টাকা ফেরত দিতে গেলে থাবা মেরে টাকা নিয়ে সটকে পড়ে।

Comments (0)
Add Comment