জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের মেহেরপুর জেলা কমিটি পুনঃগঠন

আমঝুপি প্রতিনিধি:জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম মেহেরপুরের জেলা কমিটি পুনঃগঠন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মউক এর হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়।

মানব উন্নয়ন কেন্দ্র মউক ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম যৌথ ভাবে এ সভার আয়োজন করে। মউক এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকলের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে মেহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রহিম কে সভাপতি, সাংবাদিক আমিরুল ইসলাম অলড্রাম ও মোছাঃ পলি খাতুন কে সহ-সভাপতি ও মউক এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম কে সদস্য সচিব নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট একটি জেলা কমিটি গঠন করা হয়। সভায় মেহেরপুর জেলার নারী, শিশু নির্যাতন প্রতিরোধ সহ বাল্যবিবাহ রোধ, পারিবারিক সহিংসতা নিরসনে আইনগত সহায়তা ও কাউন্সিলিং এর মাধ্যমে বিরোধ নিস্পত্তি করা হয়।

অনুষ্ঠানে বিগত বছরের বিভিন্ন কর্মসূচীর প্রতিবেদন উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার ফাহিমা আক্তার।