জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে (নতুন ভবন) সভাকক্ষে এ প্রস্তুতিসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সভায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপী সংগঠনের প্রতিটি স্তরে বিভিন্ন কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় সিদ্ধান্ত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ৫ আগষ্ট স্থানীয় শহীদ দিবস উপলক্ষে আট কবর শহীদ স্মৃতি কমপ্লেক্সে প্রাঙ্গণে সকাল সাড়ে ৮ জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা সংসদের পতাকা অর্ধনমিত করন এবং কালো পতাকা উত্তোলন। সকাল পৌনে ৯টায় আট শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ। ৯টায় শহীদ বেদী প্রাঙ্গণ মঞ্চে সংক্ষিপ্ত পরিসরে আলোচনাসভা ও দোয়া মাহফিল। ৮ আগস্ট বিকেল ৪টায় সংগঠনের প্রতিটি স্তরে দলীয় কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সংগঠনের প্রতিটি স্তরে সকাল সাড়ে ৬টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ। সকাল পৌনে ৭টায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ। বাদ আসর প্রতিটি মসজিদে দোয়া মাহফিল। বিকেল ৪টায় জেলা আওয়ামী কার্যালয়সহ সংগঠনের প্রতিটি স্তরে আলোচনা ও দোয়া মাহফিল। ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ সংগঠনের প্রতিটি স্তরে বিকেল ৪টায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে। সকল কর্মসূচি সামাজিক দূরুত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে পালন করার জন্য অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মালিক, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আরশেদ উদ্দিন আহমেদ চন্দন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, শ্রমিক লীগ সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. রিপন ম-ল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, সাবেক যুবলীগ নেতা আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, আব্দুর রশিদ, টুটুল, ছাত্রলীগ সহসভাপতি মো. সাহাবুল হোসেন প্রমুখ।

 

Comments (0)
Add Comment