জাহাজপোতা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি আবুল হোসেনের ইন্তেকাল

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের জাহাজপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৃত হাবিল বিশ্বাসের ছেলে শিক্ষক হাজি আবুল হোসেন (৭৫) স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …………… রাজিউন)। বুধবার বেলা ১২টার দিকে জাহাজপোতা গ্রামে নিজ বাসভবনে স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার আছরের নামাজের পর জাহাজপোতা কবরস্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মুসুল্লিদের উপস্থিতিতে জানাজা শেষে মৃত ব্যক্তির দাফনকার্য সম্পন্ন করা হয়। হাজি আবুল হোসেনের মৃত্যুতে জাহাজপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুজ্জামান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, শিক্ষানুরাগী হাজি আবুল হোসেন ২০০২ সালে জাহাজপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছিলেন। এছাড়া হুদাপাড়া-জাহাজপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন শিক্ষকতা করেছিলেন বলে জানাগেছে।

Comments (0)
Add Comment