জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা ও দোয়া

 

স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে জেলা মৎসজীবী দল এ আয়োজন করেন। জেলা মৎসজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু। চুয়াডাঙ্গা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল আলম জোয়ার্দার বিলু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত। আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাও ছিলেন। এদেশে জিয়ার জন্ম না হলে দেশে আজীবন বাকশালি শাসন চলতো। তারই সহধর্মিণী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আজ গণতন্ত্রের দুষমন আওয়ামী লীগ ষড়যন্ত্র করে অন্তরীণ করে রেখেছে। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, যুগ্ম আহ্বায়ক নাজমুল হক, হাফিজুর রহমান হাফিজুল, নাজমুল, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল আলম কনক, জেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, শাহারুজ্জামান শাহারু প্রমুখ।

Comments (0)
Add Comment