জীবননগরের উথলীতে প্রবাহ অনলাইন নিউজ পোর্টালের পরিচিতি ও আলোচনাসভা অনুষ্ঠিত

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী বাজার থেকে প্রকাশিত নিউজ পোর্টাল ‘প্রবাহ অনলাইন ডট কম’র পরিচিতি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উথলী বাজারে প্রবাহ অনলাইন ডট কমের অফিস কক্ষে পরিচিতি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জীবননগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন জোয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার প্রকাশক ও সম্পাদক সরদার আল আমিন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সাংবাদিক হচ্ছেন জাতির জাগ্রত বিবেক। আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে। তিনি বলেন, সংবাদ সাজানোর বা উপস্থাপনার ক্ষেত্রে তথ্যের সত্যতা, শব্দ প্রয়োগ এবং বস্তুনিষ্ঠতা খুব গুরুত্বপূর্ণ। দিন চলে যাবে সংবাদের শব্দগুলি বাসি হতে পারে কিন্তু সংবাদের আবেদন অন্তরের গভীরে রয়ে যাবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের যারা প্রতিনিধিত্ব করছেন তাদের রাষ্ট্রের প্রতি দায় দায়িত্ব অনেক বেশি। এ দায় শোধ করতে হয় জনগণকে বিভ্রান্ত না করে, সার্বভৌমত্বকে ক্ষতি না করে, নিরাপত্তা বিঘিœত না করে এবং শান্তি ও সম্প্রীতি বজায় রেখে। তাহলেই উত্তম সাংবাদিক হওয়া যায়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রাজিব হাসান কচি, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মুন্সী মাহাবুবুর রহমান বাবু, সালাউদ্দীন কাজল, নারায়ণ চন্দ্র ভৌমিক, আকিমুল ইসলাম, মুন্সী রায়হান উদ্দীন, আলমগীর হোসেন, উথলী বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর, ইউপি সদস্য মাহাতাব উদ্দিন, কৃষি ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন, মারুফ হোসেন জোয়ার্দ্দার প্রমুখ। সাংবাদিক মনিরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রবাহ অনলাইন ডট কমের প্রধান সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ।

Comments (0)
Add Comment