জীবননগরের হাসাদাহ আরআরএফ ও সাজেদা ফাইন্ডেশনের সহযোগিতায় কম্বল ও মাস্ক বিতরণ

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: পৌষের হাঁড় কাপানো শীতে সমাজের পিছিয়ে পড়া প্রবীণ নারী-পুরুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে জীবননগরের আন্দুলবাড়িয়া, রায়পুর ও হাসাদাহ আরআরএফ সংস্থার বাস্তবায়নে ও সাজেদা ফাইন্ডেশনের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে প্রবীণ এ জনগোষ্ঠীর মাঝে পৃথক পৃথকভাবে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। আন্দুলবাড়িয়া আরআরএফ সংস্থার সভা কক্ষে ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আর আর এফ সংস্থার উপ পরিচালক শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন, সাজেদা ফাউন্ডেশনের এলাকা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, মহেশপুর শাখা ব্যবস্থাপক সমীরণ কুমার দাস, আন্দুলবাড়িয়া ইউনিয়ন প্রবীণ কল্যাণ কমিটির সভাপতি মহাসীন আলী খান, সহসভাপতি ড. খন্দকার মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আর আর এফ সংস্থার স্ব্যাস্থ কর্মকর্তা নিতীশ কুমার বিশ্বাস, শিক্ষা সুপারভাইজার বাপ্পী রায়, এম আই এস কর্মকর্তা আসাদুল্লাহ, সমাজ উন্নয়ন কর্মকর্তা খ্রিষ্টফার তরঙ্গ বিশ্বাস প্রমুখ। চির অবহেলিত প্রবীণ অসহায় নারী-পুরুষের মাঝে ৫শ কম্বল ও ২৫শ মাস্ক বিতরণ করায় এলাকার সচেতনমহল এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের বিত্তবানদের এ জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, আর আর এফ সংস্থার সমৃদ্ধ কর্মসূচির সমন্বয়কারী আরিফ হোসেন।

Comments (0)
Add Comment