জীবননগরে এসএসসি ৯৩ ব্যাচের রি-ইউনিয়ন ও দিনব্যাপি নানা কর্মসূচি পালন

জীবননগর ব্যুরো: জীবননগরে এসএসসি ১৯৯৩ ব্যাচের ১ম রি-ইউনিয়নসহ দিনব্যাপি নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনাসভা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রি-ইউনিয়নে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা ও যশোর জেলার ১৯৯৩ ব্যাচের চার শতাধাকি সদস্যরা অংশগ্রহণ করেন। এসএসসি ১৯৯৩ ব্যাচ জীবননগর উপজেলা শাখা দত্তনগর কৃষি ফার্মে এ কর্মসূচির আয়োজন করে।
এসএসসি ১৯৯৩ ব্যাচ জীবননগর উপজেলা আহ্বায়ক সালাহ উদ্দীন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন ৯৩ ব্যাচের সদস্য ব্যবসায়ী ও রাজনীতিক শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু ছোট বাবু, ব্যবসায়ী মজিবর রহমান, বিএডিসির উপপরিচালক ফরিদুল ইসলাম, বাংলাদেশ বিমানের স্টুয়ার্ড রেফাজ উদ্দিন রিপন মোমিন উদ্দিন, দলিল উদ্দিন, শিক্ষক আসাদুজ্জামান মিল্টন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল লতিফ ও তাপস প্রমূখ। এর পূর্বে ৯৩ ব্যাচের সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। আলোচনাসভা শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। শেষ স্থানীয় যশোর শিল্পগোষ্ঠীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Comments (0)
Add Comment