জীবননগরে করোনাকালীন ‘হোম ভিজিটে’ শিক্ষক টিম!

জীবননগর ব্যুরো: মহামারী করোনা ভাইরাসের প্রার্দুভাব ছড়িয়ে পড়লে গত মার্চ মাস হতে শিক্ষা প্রতিষ্ঠান ছুটিতে রয়েছে। দীর্ঘ এ ছুটির ফলে শিক্ষার্থীদের লেখাপড়া থমকে গেছে। তারপরও শিক্ষার্থীদের লেখাপড়া কেমন চলছে তার খোঁজখবর নিতে ‘হোম ভিজিটে’ যাচ্ছেন জীবননগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাধিক শিক্ষক টিম। হাতে শিক্ষার্থীদের তালিকা নিয়ে গতকাল শনিবার হতে এ ‘হোম ভিজিট’ শুরু করেন শিক্ষক টিম।

স্কুল সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের কারণে গত সাড়ে ৬ মাস বিদ্যালয় বন্ধ রয়েছে। দীর্ঘদিন স্কুল ছুটির কারণে শিক্ষার্থীদের লেখাপড়া কেমন চলছে? এর খোঁজখবর নিতে মাঠে নেমেছে জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়ের ৩টি শিক্ষক টিম। প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিকের নির্দেশনায় ৩টি টিম ছাত্রীদের নামের তালিকা নিয়ে বাড়ি-বাড়ি যাচ্ছেন। হোম ভিজিট করে নিচ্ছেন শিক্ষার্থীদের লেখাপড়ার খবর।

শিক্ষক মিজানুর রহমান, রেজাউল হক ও সালাহ উদ্দীন কবীরের নেতৃত্বে ৮ জন করে ২৪ জন শিক্ষক হোম ভিজিটের কাজ করছেন বলে জানা যায়।

একটি টিমের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, জীবননগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১ হাজার ১০৫ জন ছাত্রী রয়েছে। তাদের প্রত্যেকের খোঁজখবর নিতে বাড়ি-বাড়ি যাওয়া হচ্ছে। ছাত্রীদের সাথে লেখাপড়ার খোঁজখবর নেয়াসহ অনলাইনে ক্লাসের সাথে যুক্ত হওয়া এবং টেলিভিশনের প্রচারিত পাঠদান অনুষ্ঠান দেখতে পরামর্শ দেয়া হচ্ছে। তিনি জানান, শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে তাদেরকে উদ্বুদ্ধকরণ এ প্রক্রিয়া অব্যাহত রাখা হবে।

Comments (0)
Add Comment