জীবননগরে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের ঝটিকা অভিযান : ৩শ’ মোটরাসাইকেলের কাগজপত্র পরীক্ষা : ৯০টির বিরুদ্ধে মামলা

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের একটি টিম জীবননগরে রেজিস্ট্রেশন বিহীন মোটরাসাইকেলের বিরুদ্ধে ঝটিকা অভিযান পরিচালনা করেছে। গতকাল সোমবার মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। ৩শ’ মোটরসাইকেলের কাগজপত্র চেকিংকালে ৯০টি মোটরাসাইকেলের কাগজপত্র সঠিক না থাকায় এগুলোর বিরুদ্ধে মামলা রুজুসহ আটক করা হয়েছে।

চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশসূত্রে জানা যায়, রেজিস্ট্রেশন বিহীন ও ট্রাফিক আইন ও নিয়ম কানুন অমান্য করে মোটরসাইকেল চালনাকারীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। ট্রাফিক ইন্সপেক্টর শাজাবুদ্দিনের নেতৃত্বে টিআই মেহেদী হাসান, টিআই মাহফুজুর রহমান, সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ^াস, সার্জেন্ট শাকিল ও পিএসআই প্রদীপ সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত জীবননগরে অভিযান পরিচালনা করেন। এ সময় ৩শ’ মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই ও পরীক্ষা করা হয়। অভিযানকালে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না থাকা এবং ট্রাফিক আইন ও নিয়ম-কানুন অমান্য করে মোটরসাইকেল চালানোর অপরাধে ৯০ জন মোটরাসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ওই মোটরাসাইকেলগুলো আটক করেন ট্রাফিক পুলিশের কর্মকর্তাগণ।

Comments (0)
Add Comment