জীবননগরে জাতীয় বীমা দিবস পালিত

 

জীবননগর ব্যুরো: জীবননগরে ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। র‌্যালি শেষে উপজেলা সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকুনুজ্জামান। অনুষ্ঠানে জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ বীমা কর্মকর্তারা বক্তব্য রাখেন।

Comments (0)
Add Comment