জীবননগরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে আলোচনাসভা

জীবননগর ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনায় নারী’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওয়েভ ফাউন্ডেশন ও জীবননগর উপজেলা লোকমোর্চার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা লোকমোর্চার সভাপতি মো. আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন, অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল। আরও বক্তব্য রাখেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ্ ও ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।

Comments (0)
Add Comment