জীবননগরে বিজিবির অভিযানে দুটি সোনার বার উদ্ধার

জীবননগর ব্যুরো: জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে দুটি সোনার বার উদ্ধার করেছে। গতকাল শুক্রবার দুপুর ২টায় জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের একটি মাঠ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি টহল দল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী এক অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের ৬৪নং মেইন পিলার হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর কাদাবাগান নামক স্থানে একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে দুটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বারের ওজন ২৩২ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৩১ লাখ ৫৬ হাজার ৭০৮ টাকা। উদ্ধারকৃত সোনা চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।