জীবননগরে হারভেস্টার দিয়ে ধান কর্তন উদ্বোধন

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় চলতি বোরো মরসুমে হারভেস্টার গাড়ি দিয়ে ধান কাটা ও মাড়াই কাজের উদ্বোধন করা হয়েছে। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম রোববার পৌর এলাকার ইসলামপুর মাঠে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

হারভেস্টার গাড়ি দিয়ে ধান কাটা ও মাড়াই কাজের উদ্বোধনকালে উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু প্রমূখ এসময় উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, কৃষকের ধান কাটাকে সরকারি প্রণোদনায় জীবননগর উপজেলায় দুটি হারভেস্টার প্রদান করা হয়েছে। এ হারভেস্টার দিয়ে প্রতি ঘণ্টায় ৩ বিঘা জমির ধান কেটে মাড়াই করা সম্ভব। প্রাথমিকভাবে বিঘাপ্রতি কাটা ও মাড়াই করতে হারভেস্টার মালিক ২ হাজার টাকা নিলেও অচিরেই এ মূল্য পরিবর্তন করে কম করা হবে। এর ফলে কৃষক অত্যান্ত সাশ্রয়ী মূল্যে তার ক্ষেতের ধান ঘরে তুলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Comments (0)
Add Comment