জীবননগর উপজেলা ও পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন

মুজিবুর-আশাদুল সভাপতি মোসাবকাক্কা-আতিয়ার সম্পাদক

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা ও পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জীবননগর উপজেলা জাতীয় পার্টি সভাপতি পদে মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মোসাব কাক্কা এবং পৌর জাতীয় পার্টির সভাপতি হিসেবে আশাদুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক আতিয়ার রহমানের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাড. সোহরাব হোসেন।
জীবননগর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট (অনারারি) মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাড. সোহরাব হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সচিব অ্যাড. রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক শাহাব উদ্দিন খোকন, দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলম ও জেলা জাতীয় ওলামা পার্টির আহ্বায়ক জুলফিক্কার আলী কলি। এছাড়াও বক্তব্য রাখেন জীবননগর উপজেলা জাতীয় পার্টির নেতা মমিনুল ইসলাম হানেহার, মজিবুর রহমান মবু, বাঁকা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি সাংবাদিক মতিয়ার রহমান, সম্পাদক আব্দুল হান্নান, রায়পুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুস শুকুর ও বাঁকা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তরিকুল ইসলাম। সম্মেলনে জাতীয় পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, উথলী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নাসির উদ্দিন, হাসাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি রোকনুজ্জামান লাবু, সাধারণ সম্পাদক ইসলাম হোসেন, বাঁকা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রহিম শিকদার, মনোহরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সার্জেন্ট নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, বদিউজ্জামান, রায়পুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সবুর প্রমুখ। সম্মেলন শেষে প্রধান অতিথি অ্যাড. সোহরাব হোসেন মুজিবুর রহমানকে সভাপতি ও মোসাবকাক্কাকে সাধারণ সম্পাদক হিসাবে জীবননগর উপজেলা জাতীয় পার্টির এবং আশাদুল ইসলাম মোল্লাকে সভাপতি ও সাংবাদিক আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক নাম ঘোষণা করেন। সম্মেলনে উপস্থাপনা করেন সাংবাদিক আতিয়ার রহমান।

Comments (0)
Add Comment