জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার গোয়ালপাড়া সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির ব্যাটালিয়ন সদরের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের গতকাল বুধবারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সদরের হাবিলদার শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়ায় সীমান্ত থেকে আনুমানিক ৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৬৫/এমপি পিলারের সন্নিকটে মো. ওবাইদুল্লাহর আম বাগানের ভেতর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৭২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ অভিযানে সংশ্লিষ্ট মাদক চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদক দ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তর মহেশপুরে পাঠানো হয়েছে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ের অতিরিক্ত পরিচালক উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।