হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের পুরন্দপুর গ্রামের জামে মসজিদের দোতালায় মাইকের ঝালাইয়ের কাজ করাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিঠু (৩৫) নামের এক ওয়েল্ডিং দোকানি গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়নের পুরন্দপুর গ্রামের ফজলু মন্ডলের ছেলে দুই সন্তানের জনক মিঠু মন্ডল নিজ গ্রামের জামে মসজিদের দোতালায় মাইকের ঝালাইয়ের কাজ করছিলেন। মিঠু মন্ডল মসজিদের দোতালায় গিয়ে মাইক ঝালাইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় মিঠু মসজিদের দোতালা থেকে ছিটকে পড়ে বৈদ্যুতিক তারের ওপর পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার বুক পেট ও হাত পায়ে পুড়ে যায়। মিঠুকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেন বলে জানা গেছে।