জীবননগর বালিহুদায় চাচাদের প্রতিহিংসার শিকার ভাতিজার সাড়ে ৬ বিঘার লালশাক

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বালিহুদা গ্রামের মাঠে আবাদকৃত সাড়ে ৬ বিঘা জমির লালশাক ক্ষেত চাচাদের প্রতিহিংসার শিকারে পরিণত হয়ে নষ্ট হয়েছে। শুক্রবার রাতে সৎ চাচা নলু মিয়ার নেতৃত্বে ঘাস মারা ওষুধ দিয়ে মিলন মিয়ার এ ক্ষতিসাধন করা হয়েছে। এ ঘটনায় মিলন মিয়ার ১৭ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামের ইদু মিয়ার ছেলে মিলন মিয়া (৫৬) ওয়ারিশসূত্রে মারুফদাহের বলতলার মাঠে সাড়ে ছয় বিঘা পান। এ জমি ক্ষমতার দাপট দেখিয়ে সৎ চাচা নলু মিয়ার নেতৃত্বে অপর ৫ চাচা মোস্তফা মিয়া, শাহাদৎ মিয়া, রশিদ মিয়া, সতিয়ার মিয়া ও মান্নান মিয়া জবরদখলের মাধ্যমে ভোগ করে আসছিলো। জমি ফিরে পেতে মিলন মিয়া আদালতে মামলা দায়ের করে। মামলায় বিজয়ী হয়ে মিলন মিয়া সম্প্রতি ওই জমিতে লাল শাকের বীজ বপন করেন। শাক কেবল বড় হয়েছে। এ অবস্থায় শুক্রবার রাতে তার সৎ চাচারা প্রতিহিংসার বশবর্তী হয়ে ওই জমিতে ঘাস মারা ওষুধ ছিটিয়ে লাল শাক বিনষ্ট করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন।

Comments (0)
Add Comment