জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

জীবননগর ব্যুরো: জীবননগর থানা সরকারি বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং নতুন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনার জন্য দুই কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ৯ টায় বালিকা বিদ্যালয় চত্বরে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় নৃত্য প্রতিযোগিতায় ৫ বার চ্যাম্পিয়ন হওয়ায় এবং নৃত্যে বিশেষ অবদান রাখায় ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ায় সাউদিয়া রহমান সাফা এবং বঙ্গবন্ধু মেধা অন্বেষণ প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হওয়ায় প্রতিবন্ধী শিক্ষার্থী আসমা খাতুনকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিনেশ চন্দ্র পাল, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজি সামসুর রহমান চঞ্চল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক সালাউদ্দিন কবির। অনুষ্ঠানের প্রান্তিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Comments (0)
Add Comment