জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের জন্য দর্শনা ছাত্রদলের দোয়া মাহফিল

দর্শনা অফিস: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহিদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে দর্শনা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক আজিজুল ইসলাম বিদ্যুৎ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুজন ইসলাম, দর্শনা পৌর ছাত্রদলের সিনিয়ার যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম অমিও, মুকিত ইসলাম, সাব্বির রহমান, সাইদুর রহমান, ছাত্রদলনেতা সদস্য আরব খান মামুন, ফয়সাল আহমেদ, আরিফ হোসেন, ওয়াসিম , সজীব, সাব্বির, রানা, দর্শনা কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন মুফা, হোসাইন আহমেদ, সাইফ আহমেদ, রবিউল ইসলাম, আব্দুল হাই, দর্শনা ডিএস ফাজিল মাদরাসা ছাত্রদলের সভাপতি খন্দকার শাহাবুদ্দিন প্রমুখ।