জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শহিদদের স্মরণে দোয়া ও বর্ষপূর্তি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বর্ষপূর্তি পালনে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চুয়াডাঙ্গা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. মাহবুবুল আলম। যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপনের সভাপতিত্বে ও আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের আহ্বায়ক কাজি আবুল হাসান মো. শাফী’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম, সদস্য সচিব মো. শরীফুজ্জামান সুমন, আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সদস্য সচিব মো. শাহ কলম, যুগ্ম আহ্বায়ক মো. হামিদুর রহমান, দর্শনা থানা ওলামা দলের আহ্বায়ক মো. আজিম উদ্দিন, সদস্য সচিব মো. হালিম প্রমুখ। অনুষ্ঠানে জুলাই আগস্ট অভ্যুত্থানে যে সকল বীর সেনানিরা আহত এবং শহিদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।